আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান কমান্ডারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী

বোয়ালখালী উপজেলা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ কমান্ডার সোলেমানকে উপজেলা প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। তিনি ছিলেন সদালাপী, বর্ষীয়ান রাজনৈতিক নেতা।

গত (১৭ ডিসেম্বর) ভোর ৩টা ১৫মিনিটের সময় তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বৎসর।

সোলায়মান কমান্ডার উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দ নগর বাসিন্দা। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ ছেলে ও আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছে।

তাঁর ভাইপো মো.দিদারুল আলম জানান, আজ বাদে আসর পশ্চিম সৈয়দ নগর মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সোলায়মান কমান্ডার ১৯৭১ সালে মহান মক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন ও বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর