প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী
বোয়ালখালীর মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২৬ জুন ২০২২ উপলক্ষে আলোচনা উপজেলা পরিষদ মিলনায়তনে (অপরাজিতা) উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম, ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শামীম আরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।