আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষে দুর্ঘটনায় একজন নিহত


প্রভাস চক্রবর্তী, বোয়ালখালী:

বোয়ালখালীতে মোটরসাইকেলর মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে বরুণ চৌধুরী (৫০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়ার হাট এলাকায় দ্রুতগামী দুই মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বরুণ প্রান হারায়।

জানা গেছে, নিহত বরুণ চৌধুরী পটিয়া উপজেলার ধলাঘাট গ্রামের মৃত যোগেন্দ্র লাল চৌধুরীর ছেলে। তিনি কালুরঘাটে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে (এফআইডিসি) ইল্কেট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ১ ছেলে, ৩ মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই একজন মারা যান। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল দুইটি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর