সোমবার (৭ই ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ নামে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাহিদ হোসেন পারভেজকে সভাপতি ও আজিজুল হক সম্রাটকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। এতে বি.জি.সি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আবুল হাসনাত তালুকদার সহ-সম্পাদক হিসেবে স্থান পায়। আবুল হাসনাত তালুকদার কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করে। দীর্ঘদিন ছাত্ররাজনীতির সাথে জড়িত থাকা এই ছাত্রনেতা তরুণ আওয়ামী লীগ নেতা এডভোকেট এস.এম রাশেদ চৌধুরী'র কর্মী বলে পরিচিত এবং সে বঙ্গবন্ধু ছাত্রপরিষদ নামক একটি সংগঠনের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে সভাপতির দায়িত্বও পালন করেন বলে জানায়।
আবুল হাসনাত তালুকদার গণমাধ্যমকে জানায়, আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে এবং তার আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতি'র সাথে সম্পৃক্ত হয়। এই পথচলায় আমি সবসময় চেষ্টা করেছি ছাত্রলীগের পতাকা তলে থেকে দেশ ও মানুষের জন্য কিছু করার। সহ-সম্পাদক পদটি বড় বিষয় নয় আমি কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় অনেক আনন্দিত হয়েছি একজন ছাত্রলীগের কর্মীর কাছে এটা অনেক বড় পাওনা। আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে অতীতে যেমন রাজপথে সক্রিয় ছিলাম ভবিষ্যতেও আমি রাজপথে সক্রিয় থাকবো এবং সেসাথে চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্রলীগের কর্মী গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবো,যেহেতু সামনেই জাতীয় নির্বাচনের সময় গনিয়ে আসছে তাই আমাদের কে এখন থেকে মাঠে শক্ত ভাবে কাজ শুরু করতে হবে।