মোঃ রবিউল হোসেন খান, খুলনা:
বেলুন ও ফেস্টুন উড়িয়ে খুলনা বিভাগীয় বই মেলার শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ নভেম্বর বিকাল সাড়ে ৩ টায় খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ ৭ দিন ব্যাপি খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ মেলার শুভ উদ্ধোধন ঘোষণা করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকতের সভাপতিত্বে, জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে সংস্কৃতি মমন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও খুলনা বিভাগীয় প্রশাসনের বাস্তবায়নে এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। এ সময় তিনি বলেন, বই মেলার মাধ্যমে আমাদের পাঠাভ্যাসটা আবার ফিরে আসুক সবার মাঝে। সবাই যেন জ্ঞানের প্রতি আগ্রহী হয় সব সময়ের জন্য। ক্রমাগত জানা,ক্রমাগত প্রকাশ, ক্রমাগত মেলে ধরা এটা যেন আমরা সব সময় করতে পারি।তিনি আরো বলেন, অক্ষর বা ধবনী দিয়ে প্রকাশ করা হয়। এটা মেলে ধরলে ক্রমাগত ফুটতে থাকে।
এ সময় তিনি একটি গল্প উপস্থাপন করে বলেন, একজন উকিল ও ব্যাংকারের মধ্যে বাজি ধরা হয়েছিল।উকিল ব্যাংকারকে বলেছিল মৃত্যু দন্ড ভাল নাকি কোন মানুষের সাথে দীর্ঘ দিন কথা না বলে থাকা ভাল।তখন ব্যাংকার বলেছিল মৃত্যু দন্ডের চেয়ে মানুষের সাথে কথা না বলে থাকা ভাল। তখন উকিল বলেছিল ঠিক আছে ১৫ বছর কারো সাথে কথা না বলে থাকতে এ জন্য ২ মিলিয়ন দেওয়া হবে তাকে। ব্যাংকার রাজি হলো।ব্যাংকার কিন্তু একটা সময়ে প্রায় অসুস্থ হয়ে যাচ্ছিল।কিন্তু সেখানে তার সঙ্গি হিসেবে ছিল সে দিন বই।তিনি জেল খানায় বসে নানান ধরনের বই পড়েছেন।পার্তিব জীবন যার তার কিছু নেই।জ্ঞানের প্রতি আগ্রহ না থাকলে আমরা মুল লক্ষ্য পৌছাতে পারবো না।এ জন্য জ্ঞানের প্রতি আগ্রহ থাকতে হবে।ছোটদের উদ্দেশ্য বলেন, পাঠাভ্যাসের জন্য তোমরা সহজে কোন উত্তর খুজতে যেও না।কারো কাছে জানতে চাওয়া। নিজে খুজে দেখা,নিজে পড়া,নিজেকে উপলব্ধি করাএর চেয়ে আর বড় কিছু নেই। তোমরা সব চেয়ে বেশি আগ্রহী হও ডিকশোনারীর দিকে। যদি ডিকশিনারির দিকে যাও তোমাকে অনেক বেশি দুর নিয়ে যাবে।আমরা যত বেশি বই পড়বো তত বেশি খন্ডিত জ্ঞান জানবো।একটি বড় লেখা অর্থ ছোট লেখা এর অর্থ অনেক বেশি। যেমন এর অর্থ ধবনী।অল্পতে খন্ডিত জ্ঞান প্রকাশ করে। পরিশেষে তিনি জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি মন্ত্রনালয় সহ এর সাথে জড়িত ছিলেন খুলনার আপামর জনসাধারণ কবি,সাহিত্যক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকের ধন্যবাদ জানান।এ সাগত বক্তব্য রাখেন, মো: হামিদুর রহমান, উপপরিচালক বিভাগীয় গ্রন্থাগার,খুলনা।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খুলনা মহানগর পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার,যুগ্ম সচিব সাংস্কৃতিক মন্ত্রণালয় আব্দুল মোক্তাদের,খুলনা জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, পরিচালক জাতীয় গ্রন্থকেন্দ্র, আফসানা বেগম।উল্লেখ্য খুলনা বিভাগীয় বইমেলা প্রতিবছর খুলনা বিভাগীয় গ্রন্থাগার কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এবার বছর খুলনা বিভাগীয় বই মেলা সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়,জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজন করা হয়। বই মেলায় উদ্ধোধনী অনুষ্ঠানে খুলনার বিভিন্ন অঙ্গনের কবি,সাহিত্যক,পাঠক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বই মেলায় সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।