আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিয়ের পর ভালোবাসা ইয়ামির ‘ভালোবাসা দিবস’


বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস। এসব উদ্‌যাপনের একদম সময় নেই বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের। এখন তিনি ‘আ থার্সডে’র প্রচারণায় ব্যস্ত। কিন্তু ভালোবাসা দিবসটি কীভাবে কাটালেন তিনি?

বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস। এসব উদ্‌যাপনের একদম সময় নেই বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের। এখন তিনি ‘আ থার্সডে’র প্রচারণায় ব্যস্ত। কিন্তু ভালোবাসা দিবসটি কীভাবে কাটালেন তিনি?

সঙ্গীর প্রশংসা করে ইয়ামি বলেন, ‘আপনার তা-ই করা উচিত যা আপনি করতে চান। এই যেমন ধরুন বাড়িতে আসার পর আমার সবচেয়ে সুন্দর অনুভূতি হয়। আমার মন ভালো হয়ে যায়। আপনি আপনার সঙ্গীর জন্য অনেক কিছু করতে পারেন। মানসিকভাবে তাঁর পাশে দাঁড়ানোর চেয়ে বড় আর কী হতে পারে? আমি অত্যন্ত সৌভাগ্যবতী যে, আমি আমার সঙ্গীর কাছ থেকে সেটা পেয়ে আসছি। আর বাস্তবে আমি এর কদর করি।’

বিয়ের পর ভালোবাসা দিবস কীভাবে উদ্‌যাপন করলেন? ইয়ামি বলেন, ‘এই দিন আমি কাজের মধ্যেই ছিলাম। “আ থার্সডে” ছবির প্রচারণায় গিয়েছি। আদিত্যকে শুভেচ্ছা জানিয়েছি। ভালোবাসা দিবস মানে ভালোভাবে সময় কাটানো, ভালো ভালো খাবার উপভোগ করা, বিশেষ কিছু সুন্দর মুহূর্ত কাটানো যদি হয়ে থাকে, তাহলে আমরা এসব রোজই করি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর