মোঃ রবিউল হোসেন খান, খুলনা:
” সুসাস্থ্য হোক আমাদের অঙ্গিকার ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস – ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় নগরীর স্যার ইকবাল রোডে নিজস্ব প্রাঙ্গনে আলোচনা সভা আয়োজন করা হয়। খুলনা ডায়াবেটিস সমিতি আহবায়ক এস এম শফিকুল আলম মনা সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম ফেরদৌসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ডায়াবেটিস একটি মরনব্যাধি রোগ।
একমাত্র সচেতনতা পারে এ রোগের হাত থেকে আমাদের বাচাতে।বিশেষজ্ঞ ডাক্তারদের মতে এ রোগটি বংশগত ও বিভিন্ন কারনে হয়ে থাকে।ডায়াবেটিস নির্মুল করা সম্ভব নয়।কিন্তু নিয়ম মেনে চললে সুস্থ্য ভাবে জীবন ধারণ করা সম্ভব।ডায়াবেটিস রোগে নিয়ম মেনে না,চললে শরীরের প্রতিটি অর্গানকে নষ্ট করে ফেলে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।এ রোগ হলে নিয়ম মেনে না চললে শরীরে অন্যান্য অসুখ থাকলে সেগুলোকে বাড়িয়ে তোলে। ফলে মানুষ একটা সময় মৃত্যুর কোলে ঝড়ে পড়ে।সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা: শেখ সফিকুল ইসলাম। এসময় তিনি বলেন, এ ডায়াবেটিস সমিতিতে সরকারী অনুদান বেশি প্রয়োজন।সরকারী অনুদানের পাশাপাশি ব্যাক্তিগত অনুদান ও আমরা পেয়েছি।এ ডায়াবেটিস সমিতির একজন স্থায়ী সদস্য ব্যাক্তিগত উদ্দ্যোগে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
তিনি আরো বলেন, এ সমিতিতে ডায়াবেটিস পরিক্ষা করাতে আমরা নাম মাত্র মুল্য- ১০০ টাকা নিয়ে থাকি।এছাড়া এখানে রোগীর চোখের পরিক্ষা, কিডনি সহ অন্যান্য পরিক্ষা করানোর জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যাবস্থা করার চেষ্টা করছি।তাহলে এখানে আগত রোগীরা সল্প মুল্য চিকিৎসা সেবা পাবে।তিনি আরো বলেন, ডায়াবেটিস সমিতি সদস্য হতে চাইলে আমরা ফরম ওপেন করে দিয়েছি।যার ইচ্ছে সদস্য হতে পারবেন।এখান থেকে মাত্র ১০০ টাকা দিয়ে ফরম সংগ্রহ করে ডায়াবেটিস সমিতির সদস্য হতে পারবেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ডায়াবেটিস সমিতির আজীবন সদস্য,সমিতির কর্মকর্তা,কর্মচারী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
Leave a Reply