আজ ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ রবিউল হোসেন খান, খুলনা 

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জানুয়ারি সকালে খুলনা সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় সাস্থ্য দপ্তরের পরিচালক ডা: মো: মঞ্জুরুল মুরশিদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির ” এবারের প্রতিপাদ্য বিষয় ” ঐক্য বদ্ধ কাজ করি,কুষ্ঠ মুক্ত দেশ গড়ি”। আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নত চিকিৎসা সেবা ব্যবস্থা না থাকায় একসময় কুষ্ঠ রোগকে অভিশাপ হিসেবে বিবেচনা করা হতো।বাংলাদেশের সাধীনতার আগে থেকেই এ রোগ নিয়ে প্রতিষ্ঠানিক ভাবে কাজ করা শুরু হয়।এখন রোগটিতে আক্রান্ত ব্যক্তির সুচিকিৎসা গ্রহণ করে সুস্থ্য হওয়ার সুযোগ রয়েছে।

কেবল সরকারী প্রতিষ্ঠানই নয়,বর্তমানে কুষ্ঠ রোগিদের কল্যানে অনেক বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে।প্রাথমিক স্তরে রোগটি শনাক্ত হলে বাড়ি থেকেই চিকিৎসা গ্রহণ করা যায়।সাধারণ সাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলোর পাশাপাশি কুষ্ঠ রোগের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে। জটিল রোগিদের এ সকল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করে সুস্থ্য হওয়ার সুযোগ রয়েছে। রোগটির বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও কুসংস্কার দুর করা গেলে এ রোগে আক্রান্ত ব্যক্তিরা সাচ্ছন্দ্য চিকিৎসা নিতে পারবেন। আলোচনা সভায় খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: রফিকুল ইসলাম গাজী, অতিরিক্ত পুলিশ সুপার ( বি- সার্কেল) মো: খায়রুল আনাম,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: শেখ সাদিয়া মনোয়ারা উষা সহ চিকিৎসক, নার্স ও কুষ্ঠ রোগ নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে সিভিল সার্জন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষ্যে একটি বর্নাঢ্য শোভা যাত্রা বের করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর