নানা চড়াই-উতরাই, আলোচনা-সমালোচনা পেরিয়ে জীবন মোটামুটি গুছিয়ে নিয়েছিলেন বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। ক্যারিয়ারেও ভালো সময় যাচ্ছিল তার। এমনকি বিয়ে করে থিতুও হয়েছিলেন। গত বছর ‘বিগ বস ১৪’-এর আসরে রাখি প্রথম বিয়ের খবর সামনে আনেন। কিন্তু অনেকেই ভাবতে থাকে, এটিও তার এক ধরনের পাবলিসিটি। পরে সেই ধারণা ভুল প্রমাণ করে এ বছর ‘বিগ বস ১৫’-তে স্বামী রিতেশকে নিয়ে হাজির হন তিনি। এমনকি এই সিজন শেষ হওয়ার পরেও রাখি এবং রিতেশকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছিল। আরেক প্রতিযোগী শমিতা শেঠির জন্মদিনেও দুজনে একসঙ্গে হাজির হয়েছিলেন। কিন্তু ভালোবাসা দিবসের ঠিক আগের দিনেই বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন রাখি। রবিবার ইনস্টাগ্রাম পোস্টে রাখি লেখেন, ‘বিগ বস শেষ হওয়ার পর অনেক ঘটনা ঘটেছে। অনেক কিছুই আমি জানতাম না, আমার নিয়ন্ত্রণেও ছিল না।’ রাখির স্বামী রিতেশ ভারতীয় হলেও দীর্ঘদিন ধরে সুইডেনে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। ফেইসবুকে তাদের পরিচয়। একপর্যায়ে প্রেম ও পরে ছোট্ট পরিসরে বিয়ে হয় তাদের। কিন্তু রিতেশ কখনই লোকসম্মুখে রাখির স্বামী হিসেবে আসতে চাননি। তাই রাখির বিয়ে দিয়ে ধোঁয়াশা তৈরি হয় দর্শকের মনে। এবারের বিগ বসে রিতেশের উপস্থিতি সবাইকে চমকে দেয়। তবে বিগ বসের ঘরেও রাখির সঙ্গে তার ঠিকমতো বনিবনা হতো না। রাখিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন রিতেশ। এমনকি তারা ক্যামেরার সামনে একবারও স্বামী-স্ত্রীর মতো রোমান্টিক সম্পর্ক দেখাননি!
Leave a Reply