সৈয়দ শিবলী ছাদেক কফিল: বাংলা বর্ষবিদায় ও বরণ উপলক্ষ্যে চন্দনাইশের মৌলভীবাজার সংলগ্ন বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে উপমহাদেশের বিখ্যাত রাজনীতিক, লেখক, সাংবাদিক মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত বিশ্বপুকুরের বলী খেলার প্রায় পৌনে এক শতাব্দীর পুরনো বিশ্বপুকুরের বলী খেলা ৩০ চৈত্র, ১৩ এপ্রিল রোববার বিকেলে সম্পন্ন হয়েছে। মহিলাসহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজার জেলার উখিয়ার কলিমুল্লাহ বলী। বরমা ইউনিয়নের পশ্চিম বাইনজুরী এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় বলী খেলায় প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। গ্রামীণ ঐতিহ্যের এই খেলাটিকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে লক্ষ্যনীয়।
খেলার উদ্বোধনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মো. ফরিদুল আলম, বেসরকারি কারাপরিদর্শক ও কেশুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নাসির উদ্দীন, বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রাশেদ, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সরোয়ার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বোরহান উদ্দিন, গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. ফেরদৌসুল আলম, বরমা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সমাজসেবক ও রাজনীতিক মো. গিয়াস উদ্দিন, সমাজসেবক মো. রায়হান সিরাজী, বরমা ইউনিয়ন যুগ্ম সম্পাদক মো. জয়নাল আবেদীন, সমাজসেবক নূরুল আমিন মিয়া, সমাজসেবক মো. আবুল কালাম, সমাজসেবক মো. আবদুল আজিজ বাহাদুর, প্রবাসী মো. মহিউদ্দিন, সমাজসেবক মো. ইলিয়াস, মুক্তিযোদ্ধা নওশাদ আলী, সমাজসেবক হাজী ইউসুফ, সমাজসেবক মো. তানভীর, সমাজসেবক মো. তানভীর, সমাজসেবক মো. সৌরভ, সমাজসেবক মো. হাসমত আলী, সমাজসেবক মো. আবু তাহের, সমাজসেবক মো. মাহবুব আলম, মো. রহিম, মোহাম্মদ শাহেদ প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন মাস্টার আব্দুল মান্নান আজাদ ও কে এম আমিন। পরে চ্যাম্পিয়ন কলিমুল্লাহ বলীসহ ৪০ বলীকে এলইডি টেলিভিশনসহ বিভিন্ন পুরষ্কার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
Leave a Reply