হাটহাজারী প্রতিনিধি:
বিদ্যুৎ সাশ্রয়ে চলমান অভিযানের অংশ হিসেবে হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ আগস্ট) পৌরসভার জাগৃতি মোড়, কাচারি রোড, ত্রিবেণী মোড়, বাস স্ট্যান্ড এলাকা এবং রাঙামাটি রোডে বিভিন্ন দোকান, শপিং মলে অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সদস্যদের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান।
অভিযান চলাকালীন সরকারি নির্দেশ উপেক্ষা করে রাত ৮ টার পর দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান কে দন্ডবিধি, ১৮৬০, বিদ্যুৎ আইন, ১৯১০, অত্যাবশ্যকীয় পণ্য নিয়িন্ত্রণ আইনে এ জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান আরো জোরদার করা হবে বলেও তিনি জানান।