আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজয় দিবসে সীতাকুণ্ডে ভোরবেলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ


ফজলুল করিম নাহিদ, চট্টগ্রাম

মানবিক উষ্ণতার সাহায্য ও ভালোবাসা নিয়ে বিজয়ের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে ১৬ ডিসেম্বর চট্টগ্রামে বেতিক্রমি আয়োজন করলো ভোরবেলা ফাউন্ডেশন। গতকাল ১৬.১২.২০২৪ইং তারিখে সকাল ৯.০০টায় প্রায় ৫০জন শীতার্ত মানুষের জন্য সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুর পাথরী ঘোনা ০১নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করেন সামাজিক প্রতিষ্ঠান ভোরবেলা ফাউন্ডেশন।

এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনার সভাপতিত্ব করেন ভোরবেলা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক ফজলুল করিম নাহিদ পাটোয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের প্রতিচ্ছবি প্রএিকার সম্পাদক মোহাম্মদ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েন এর সভাপতি মোহাম্মদ সোহাগ আরোফিন,৮নং সমাজ প্রতিনিধি নুরুল আমিন মনা, মোহাম্মদ বাবুল,ভোরবেলা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মনজুম আলী দুলাল, মোহাম্মদ তসলিম সহ ভোরবেলা ফাউন্ডেশনের সদস্যগন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার সেবার কাজটি সহজ নয় এ কাজটি করতে যেমন স্বদইচ্ছা,সততা, অর্থ, সময় ব্যয় করে করতে হয় তাই সকলের পক্ষে তা সম্ভব নয়। ভোরবেলা ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সব সময় পাশে থাকার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বক্তারা। শীতবস্র বিতরন শেষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাংবাদিক ফজলুল করিম নাহিদ পাটোয়ারী ভোরবেলা ফাউন্ডেশনের কার্যক্রমকে এগিয়ে নিতে আগামী এক বছরের জন্য কার্যকরি কমিটি ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর