আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ’র জুলুম নির্যাতনের বিচার হবে


আনোয়ার হোছাইন, নাইক্ষ‍্যংছড়ি

বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছানো এবং সচেতনতার লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ৩ টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। নাইক্ষ্যংছড়ি সদর বিএনপি’র সভাপতি মোঃ ইউনুছ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা বলেন, ছাত্র-জনতার টানা আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব নিয়ে সোচ্চার হয়।

এ সংস্কার প্রস্তাবটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে তৃণমূলের সাধারণ জনগণের কাছে। এসময় তিনি আরো বলনে, আওয়ামিলীগ সরকার এ দেশের আলেম ওলামাদের জেল জুলুম, অত্যাচার ও সাধারণ মানুষ এবং বিএনপি নেতাদের মামলা, দিয়ে হামলা করে হয়রানি করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামিলীগের এসবের বিচার করা হবে।
সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহির আহমদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম তুষার,
জেলা যুবদল সভাপতি জহির উদ্দিন মাসুম, উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ আরেফ উল্লাহ ছুট্টু মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, নুরুল আবছার সোহেল, সংগঠনিক সম্পাদক মওলানা সুলতান আহমদ,উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সোহেল, সদস্য সচিব আবু কায়সার, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মুহাম্মদ জিয়াবুল হক,মিজানুর রহমান প্রমূখ। এর আগে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম ডিগ্রি কলেজ সড়ক থেকে স্বরণকালের বিশাল মিছিল বের হয়ে সভা স্থলে এসে পৌঁছলে সভাস্থ কানায় কানায় পূর্ণ হয়। সভা চলাকালীন ২ বিএনপি নেতাকে বিদায় সূলভ ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
পবিত্র কোরআন তেলাওযাতের মাধ্যমে শুরু হওয়া এ সমাবেশে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর