আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বালুখালী কাস্টমস চেকপোস্ট

বালুখালী কাস্টমস চেকপোস্ট এর ক্যাশিয়ার নুরুল মোস্তফা’র চাঁদাবাজি!


বালুখালী কাস্টমস চেকপোস্ট এর ক্যাশিয়ার নুরুল মোস্তফা’র বেপরোয়া চাঁদাবাজির মহোৎসব

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী কাস্টমস চেকপোস্ট এ বিভিন্ন পণ-সামগ্রী বোঝাই গাড়ী থেকে চলছে চাঁদাবাজির মহোৎসব।চাঁদা আদায়ের জন্য ঘন্টার পর ঘন্টা গাড়ী দাড় করিয়ে রাখা হয়।

এসব চাঁদা আদায়ের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন কাস্টমস’র সিপাহী, ক্যাশিয়ার পরিচয়ী চকরিয়ার বাসিন্দা নুরুল মোস্তফা।সে এক সময় পরিচয় দিতো আওয়ামীলীগ দলীয় চকরিয়ার সাবেক এমপি বাটি জাফর তার আত্মীয়।বাটি জাফরের দাপটে প্রতি মাসে আধা কোটি টাকার চাঁদা আদায় করতো সে। ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটলেও বাটি জাফরের আত্মীয় পরিচয়ী নুরুল মোস্তফার চাঁদাবাজির পতন ঘটেনি।

এখনো থেমে নেই নুরুল মোস্তফার চাঁদা আদায়ের মহোৎসব।দ্বিগুণ উৎসাহে চাঁদা আদায়ে সক্রিয় রয়েছে তার সিন্ডিকেট।ফলে কাস্টমস চেকপোস্টে বেপরোয়া চাঁদা আদায়ের কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।কবে নাগাদ নুরুল মোস্তফা সিন্ডিকেটের এহেন কর্মকান্ড বন্ধ হবে কেউ জানে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর