রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কতৃক আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরিক্ষা'র পুরষ্কার, সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৮ নভেম্বর) সকালে উপজেলা'র বাগীশিক হোসনাবাদ ইউনিয়ন সংসদের আয়োজনে খীলমোগল নাথ পাড়া মারবাড়ি সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে হোসনাবাদ ইউনিয়ন বাগীশিকের সভাপতি প্রদীপ কান্তি শীলের সভাপতিত্বে ও ইউনিয়ন জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক জিকু ছন্দের সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য দেন উপজেলা বাগীশিকের সভাপতি রূপন কান্তি শীল, প্রধান বক্তা ছিলেন উপজেলা বাগীশিকের সাধারণ সম্পাদক পন্ডিত মিল্টন চক্রবর্তী, বিশেষ অতিথি'র বক্তব্য দেন বাগীশিক দক্ষিন রাজানগর ইউনিয়ের সভাপতি শুভরাজ আচার্য্য নয়ন, সাধরন সম্পাদক সুব্রত নাথ, প্রচার সম্পাদক মাধব চক্রবর্তী, গীতা শিক্ষক দীপক সাহা, বাগীশিক হোসনাবাদ ইউনিয়ন সংসদের উপদেষ্টা পরেশ সাহা, সুমনচক্রবর্তী, সিনিয়র সহ সভাপতি নটন কুমার দাশ, উপজেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মানিক কান্তি দাশ, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার সাধারন সম্পাদক শিবু চক্রবর্তী, গীতা শিক্ষক রাজিব দত্ত, প্রদীপ দে, প্রান্ত পাঠক, মৃদুল নাথ, কৌশিক সাহা, টিংকু নাথ, ইমন দে, উৎস বিশ্বাস,জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার সাংস্কৃতিক সম্পাদক চন্দন নাথ,জাগো হিন্দু পরিষদ হোসনাবাদ শাখার সাধারন সম্পাদক প্রসেনজিৎ রায়, সুজিত মল্লিক, জনি দে, জগন্নাথ নাথ, পিংকি দে,শিক্ষক সুনিল সাহা, মৃদুল শীল, নারায়ন পালিত, রাজিব শীল, শংকর শীল, সৈকত দে, শুভ দে, অনিক দে, নিকাশ ছন্দ, শিবু নাথ, সুমন নাথ, নিতাই দাশ, রাখাল নাথ, নয়ন দে, সাধন নাথ, শান্তু নাথ, তন্ময় নাথ, টিসু নাথ, কুসু নাথ।
স্বাগত বক্তব্য দেন হোসনাবাদ ইউনিয়ন বাগীশিকেরসাধারণ সম্পাদক রাজীব মল্লিক। বক্তব্য দেন হোসনাবদ ইউনিয়ন বাগীশিক'এর সাংঘটনিক সম্পাদক বাদল কান্তি নাথ, উপদেষ্টা সুমন চক্রবর্তী, উপজেলার জন্ম অষ্টমী'র সাধারণ সম্পাদক মানিক কান্তি দাস, উপদেষ্টা পরশ সাহা, গীতা শিক্ষক শুভরাজ আচার্য্য, রাজীব দত্ত, প্রদীব দে প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গীতা শিক্ষা নিকেতনের শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান ও গীতা ও নৈতিক শিক্ষা পরিক্ষায় উত্তির্ন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন অতিথিরা।