আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বান্দরবান রুমা উপজেলায় বিশ্ব পানি দিবস উদযাপন পানি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি তাগিদ


বান্দরবান জেলা প্রতিনিধি >>> শনিবার ২২ মার্চ ২০২৫ সকাল রুমার Community Resilience Through Locally Led Inclusive Adaptation (CoRLIA) প্রজেক্টের আয়োজনে রুমার বম কমিউনিটি সেন্টার থেকে বিশ্ব পানি সংরক্ষণ দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বম কমিউনিটি সেন্টারের হলরুমে এসে সমবেত হয়। হিমবাহ সংরক্ষণ প্রতিপাদ্য সামনে রেখে বান্দরবানের রুমা উপজেলায় বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে। পরে, দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা ফিন্ড অফিসার জেমস বম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথেল পাড়ার কারবারি লাল লুংথাং বম, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার বিয়াকয়াল বম এবং বিকাশ চৌধুরীসহ পাড়ার নারী-পুরুষেরা।সভায় বক্তারা বলেন, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় একটি উপাদান হলো পানি, কিন্তু আমরা অনেকেই এই পানির সুষ্ঠু ব্যবহার করি না। এর ফলে পাহাড়ি অঞ্চলে পানি সংকট দেখা দেয়।বক্তারা আরও বলেন, পানির যথাযথ ব্যবহার এবং খাল, নদী ও ঝিরির পানি রক্ষার জন্য সকলকে সচেতন হতে হবে।এ আলোচনা সভা ও শোভাযাত্রা পরিবেশের প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি এবং পানি সংরক্ষণে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর