চন্দনাইশ প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন চন্দনাইশের কৃতিসন্তান ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী। এর আগে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড কমর আলী সিকদার বাড়ি এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন গাছবাড়ীয়া কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মরহুম আশরাফ হোসেন চৌধুরী। তিনি ২৫তম বিসিএস (হেলথ)-এর মাধ্যমে চিকিৎসা পেশায় তাঁর কর্মজীবন শুরু করেন।#