আজ ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


বান্দরবান জেলা প্রতিনিধি >>> আজ ১৬মার্চ রবিবার  ২০২৫ সকাল ১০টায় কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতির সভাকক্ষে বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির উদ্যোগে দরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সভাপতি ও বান্দরবানের জেলা প্রশাসক এর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:আবু তালেব।অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য প্রদান করেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতির সেক্রেটারী মোহাম্মদ ইসহাক।কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতির সহ- সভাপতি মাওলানা দলিলুর রহমান আনচারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতির নির্বাহী সদস্য ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এবং জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতি বান্দরবান এর নির্বাহী সদস্য ও মিডিয়া। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন হিলভিউ হাসপাতালের ডারিয়েক্টর ও মডেল একাডেমি মাদ্রাসা অধ্যক্ষ মো: রেজাউল করিম, অফিস সহকারী মো: কলিম উল্লাহ, ইমাম মাওলা শোয়েব প্রমুখ।প্রধান অতিথি বক্তব্যে বলেন,বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতি পবিত্র রমজান উপলক্ষে বান্দরবানের হতদরিদ্র গরিব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ’সহ ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে আসচ্ছে, আগামীতে সমাজের কল্যাণে প্রতিটি কার্যক্রমের আরো উত্তর উত্তর উন্নতি কামনা করেন। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর