এইচ, এম শহীদ, পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলা পল্লী চিকিৎসা কল্যাণ সমিতির উদ্যোগে ও সাধারণ সাভার ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ই জানুয়ারি শনিবার বান্দরবান পর্যটন এলাকা মেঘলায় পর্যটন হল রুমে পেকুয়া উপজেলা পল্লী চিকিৎসা কল্যাণ সমিতির সভাপতি নুরুল কবিরের সভাপতিত্বে এসএমএ রহিমের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এই সময় বক্তব্য রাখেন- পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উপদেষ্টা নুরুল কাদের, জমির উদ্দিন,এম সি সুসিল, দিদারুল ইসলাম এমইউপি, কপিল উদ্দিন,জহির উদ্দিন,আমান উল্লাহ,সুলাল, আজিম, নাছির মবিন, মোসলেম উদ্দিন ও কামরুল নাহার।
এই সময় বক্তারা বলেন- পল্লী চিকিৎসক না থাকলে গ্রাম গঞ্জে সাধারণ মানুষের মৃত্যুর বেড়ে যেত। দেশের গ্রামাঞ্চলের এক মাত্র ভরসায় পল্লী চিকিৎসক। রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে। সরকারি হাসপাতালের পাশাপাশি পল্লী চিকিৎসকদের সঙ্গে সম্পৃক্ত করে আরো বেশি স্বাস্থ্যসম্মত সেবা প্রদান করা এক মাত্র ভরসায় পল্লী চিকিৎসক। সরকারের কাছে পল্লী চিকিৎসকদের দাবি জানান-পল্লী চিকিৎসকদের সরকারি প্রশিক্ষণ কর্মশালা দক্ষ করে গড়ে তুলে গ্রাম গঞ্জে চিকিৎসা সেবা প্রদানে আরো বেশি সহযোগিতার প্রত্যাশা করছি।
সাধারণ সভা শেষে পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে সকল সদস্যদের মাঝে বেলুন খেলা, হাঁড়ি ভেঙা ,চেয়ার খেলা ও বিভিন্ন বিনোদন মুলক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিতরণ ও ক্রেস্ট প্রদান করেন। দুপুরের খাবার ও বিরতির পর মেঘলা পর্যটন কেন্দ্রে থেকে উচ্চ পাহাড়ি পর্যটন নীলাচল ভ্রমণ করে বিকালে পেকুয়ার উদ্দেশ্যে রওনা হয়।
পেকুয়া উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সভা ও বনভোজনে আরো উপস্থিত ছিলেন-ইলিয়াছ,নুরুছফা, মোঃ আলী, শাহাবুদ্দিন, রিদওয়ান, ওসমান, শফিউল আলম, আবুবক্কর, সোহেল মানিক, এরশাদ ফোরকান উদ্দিন সহ অনেকেই।
Leave a Reply