২২ মার্চ (শনিবার) আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবান, সাঙ্গু ও নীলাচলের আয়োজনে বান্দরবান সুয়ালক ইউনিয়নের সুলতানপুর জামে মসজিদে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে : নাসিম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন আইপিএনএসডি এপে: মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী আরমান, পিডিজি এপে: কামাল পাশা,এপেক্স ক্লাব অব সাঙ্গুর প্রেসিডেন্ট এপে : বীর লাল তঞ্চঙ্গা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পাপন বড়ুয়া,বান্দরবন ক্লাবের আইপিপি এপে: মোজাম্মেল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার রুই প্রু অং, সমাজ সেবক মৌলানা ইউসুফ হেলালি প্রমুখ।
এতে বক্তারা বলেন এপেক্স বাংলাদেশ মাহে রমজান উপলক্ষে দেশব্যপি নানা কর্মসূচী গ্রহণ করেছে।
তারই অংশ হিসেবে আজকে এ আয়োজন করা হয়েছে।
সমাজের অবহেলিত মানুষের পাশে থাকা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কতব্য। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে এপেক্স বাংলাদেশের কার্যক্রম আরও বেশি বেশি সম্প্রসারন করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। পরে কমভাগ্যবান মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply