আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়ি ফেরার পথেই দুই বন্ধুর মৃত্যু!


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

কক্সবাজারে ভ্রমনে গিয়ে লাশ হলেন দুই বন্ধু।দলে ছিলেন ৫ জন।।বেড়ানো শেষে শনিবার (২৩ নভেম্বর) রাতে তিন বন্ধু বাসে আর দুই বন্ধু মোটরসাইকেলে ফিরছিলেন বাড়ি।

মনে-প্রানে ছিল উচ্ছ্বাস আর আনন্দ। কয়েকটি দিনের স্মৃতি গাঁথা থাকবে মনে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। দুই বন্ধু মোহাম্মদ সোহেল ও মোহম্মদ রিফাতের মোটরসাইকেলের সঙ্গে চকরিয়ায় একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সোহেল (২২) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিনের ছেলে, আর মোহম্মদ রিফাত (২২) একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মাঙ্গা মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁদের স্বজনেরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, সোহেল ও রিফাতের মোটরসাইকেল কক্সবাজার থেকে রওনা হয়ে চকরিয়ার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া রাস্তার মাথায় এলে কক্সবাজারমুখী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর