বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ দক্ষিণ জেলা ১০তম ত্রি-বার্ষিক সম্মেলন অধরলাল চক্রবর্ত্তী সভাপতিত্বি চট্টগ্রাম ইন্জিনিয়ারিং ইন্সটিটিউট হলে অনুষ্ঠিত হয়।
‘উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যােতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তুলারমা) পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি নির্মল রোজারিও পরিষদের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জিনাবোধি ভিক্ষু, পরিষদের উত্তর জেলার সভাপতি রনজিত কুমার দে, প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক বাসুদেব ধর, প্রেসিডিয়াম সদস্য মঞ্জু ধর,যুগ্ন সাধারন সম্পাদক,যুগ্ন সাধারণসম্পাদক মহিন্দ্র কুমার নাথ,জেলার যুগ্ন সাধারণসম্পাদক অ্যাডভোকেট তাপস পাল, সাংগঠনিকসম্পাদক শ্যামল কুমার পালিত,মহিলাপরিষদের কেন্দ্রিয় সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য্য,জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ,সদস্য উত্তম কুমার শর্ম্মা, বিভিন্ন উপজেলা থেকে আগত ঐক্যপরিষদের সভাপতি,সাধারণ সম্পাদক,সহ সকল নেতৃবৃন্দ।নির্বাচিত চেযারম্যান, কাউন্সির, বৃন্দদের পরিষদের পক্ষথেকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২য পর্বে তাপস হোড়কে সভাপতি, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীকে সাধারণসম্পাদক হিসেবে নির্বাচিতকরা হয়।
অস্তিত্বের লড়াইয়ে আসুন সবাই ঐক্যবদ্ধ হই‘ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দশম ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলন উদ্বোধনের আগে দেশাত্মবোধক গানের পরিবেশিত হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা। সকাল ১১টার পর প্রদীপ প্রজ্বালন, কবুতর ও বেলুন ওড়ানোর মতো আনুষ্ঠানিকতা সারা হয়। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও ঐক্য পরিষদের পতাকা উত্তোলন করা হয়।