আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালীর উত্তর শাখার বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত 


সরওয়ার কামাল, মহেশখালীঃ

৩০ই নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলার উত্তর শাখার উদ্যোগে বিশাল কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ৩০ই নভেম্বর শনিবার বিকালে কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহেশখালীর উত্তর শাখার আমীর মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে মাওলানা ওসমান গনী ও মাওলানা বশির আহমেদের পরিচালনায় হাফেজ জয়নাল আবেদীনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে  অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন – বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সাংসদ আলহাজ্ব এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা আমির ও হোয়াইক্যং ইউনিয়নের চারবারে চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নুর আহমদ আনোয়ারী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর সাহেবজাদা আলহাজ্ব মাওলানা শামীম সাঈদী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- কক্সবাজার জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামশুল ইসলাম বাহাদুর, জেলা সাংগঠনিক সম্পাদক হেদায়ত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোছাইন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও কক্সবাজার শহর জামায়াতের সভাপতি কামরুল হাসান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি কক্সবাজার জেলা শহর সেক্রেটারী আজিজুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি মুসা বিন হোছাইন বিপ্লব, জাবি’র সাবেক ছাত্রনেতা প্রভাষক মঞ্জুরুল আলম, চবি’র সাবেক ছাত্রনেতা শওকত আলী, ছাত্রশিবিরের জেলার সাবেক সভাপতি ও মহেশখালী দক্ষিণের সেক্রেটারী হাফেজ আব্দুর রহিম, কক্সবাজার সরকারী কলেজের সাবেক সভাপতি তারেক আজিজ। বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা দক্ষিণের আমির মাষ্টার শামিম ইকবাল, প্রবীণনেতা মাষ্টার ছিদ্দিক আহমদ, উপজেলা উত্তরের ওলামায়ে বিষয়ক সম্পাদক মাওলানা রশিদ আহমদ, সাবেক ছাত্রনেতা এডভোকেট রফিকুল ইসলাম, মাতারবাড়ী ইউনিয়ন আমির হাফেজ সরওয়ার আজম, পেশাজীবী সংগঠনের সভাপতি মাষ্টার নূরে তজল্লি, সাবেক ছাত্রনেতা মাতারবাড়ী ইউপি সদস্য নুরুল আবছার, মহেশখালী উত্তর শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আনছারুল করিম, উপজেলা বায়তুলমাল সম্পাদক হাসান শরীফ রুবেল, ধলঘাটার রায়হান খন্দকার।

সালাম বিনিময় করেন সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মুজিবুর রহমান, বৈষম্যবিরোধী আন্দোলনে মহেশখালীর একমাত্র শহীদ তানভীর ছিদ্দিকীর পিতা বাদশা মিয়া ও মাতারবাড়ী তপন। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বায়তুশ কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক ছিদ্দিকী ও বর্তমান উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইব্রাহীম। কর্মী ও সহযোগী সম্মেলনে বক্তারা বলেন, চাঁদাবাজ ও লুটতরাজ কারীদের হাত থেকে দেশকে বাঁচাতে জামায়াতের কোন বিকল্প নেই। দিন শেষে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা সত্য প্রমাণ হলো ইসলাম বিরোধীরা পালানোর গর্ত খুজে পাবেন না। দিল্লী ছাড়া কোথাও স্থান হবেনা। দীর্ঘ ১৫ বছর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ে এই প্রথম মহেশখালীতে কর্মী সম্মেলন। ক্ষমতায় অনেকেই ছিলেন। এবার জামায়াতকে সমর্থন দিলে এদেশে শান্তি ফিরে আসবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর