ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার >>>
ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে আনন্দঘন পরিবেশে বাংলাদেশের ৫৪ তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।দিবসটির প্রত্যূষে মিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীগন কনস্যুলেট প্রাঙ্গনে উপস্থিত হয়ে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিকালে কনস্যুলেট হল রুমে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা।সভার শুরুতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং ২০২৪ জুলাই আগষ্টের সকল বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।সভায় ৭১ ও ২০২৪ জুলাই আগষ্টের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ।ভাইস কনসাল এ এস এম তাজ-উল-ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম কনসাল সাব্বির আহমেদ,এবং মিশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিলান বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এবং উত্তর ইতালির বিভিন্ন শ্রম পেশার প্রবাসী বাংলাদেশীরা।আলোচনা অনুষ্ঠানের পূর্বে, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জনে বাঙ্গালিদের আত্মত্যাগ ও সাহসিকতার তাৎপর্য তুলে ধরে বিজয় দিবস এর উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও আবৃত্তি ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।অনুষ্ঠানেvবাংলাদেশকে নিয়ে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত।আলোচনা সভায় বক্তারা,নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশীদেরকে চেতনায় ও মননে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে এবং একটি আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে ইতালীয় সমাজ ও সংস্কৃতিতে বাংলাদেশের পরিচিতি তুলে ধরতে হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।