আব্দুল্লাহ্ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া কাঞ্চনা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে সিরাতুন্নবী সাঃ মাহফিল উদযাপন হয়েছে।গতকাল উপজেলার কাঞ্চনা আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসার মাঠে,মাদ্রাসার সাবেক অধ্যাপক হযরত মাওলানা আব্দুল হামিদ আনসারী’র সভাপতিত্বে উক্ত সিরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে অংশগ্রহণ করে বক্তারা বলেন,দ্বীন কায়েমের প্রতিষ্ঠায় ঐক্যের কোন বিকল্প নাই।তাই আসুন আদর্শ সমাজ গঠনে,দেশ ও জাতির কল্যাণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।সোনার বাংলাদেশ বিনির্মাণ সকলকে একযোগে এগিয়ে আসতে হবে।
প্রবাসী আয় > এর আগে আগের মাস সেপ্টেম্বরের পুরো সময়ে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার (২.৪০ বিলিয়ন) পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ২৮ হাজার ৮৫৬ কোটি টাকার বেশি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স আসে। এছাড়া জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন™ডলার। তার আগের মাস মে মাসে আসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার। এছাড়া এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ এবং জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। এর আগে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে।বছরওয়ারি হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২০-২১ অর্থবছরে। ওই অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ৪৭৮ কোটি ডলার। এছাড়া চলতি বছরের জুন মাসে ব্যাংকিং চ্যানেলে মোট ২৫৪ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এমপি শাহাজাহান চৌধুরী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক শামসুজ্জামান হেলালি,প্রধান বক্তা হিসেবে ছিলেন,ডক্টর বিএম মহিজুর রহমান আজহারী,প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন,ডক্টর মোহাম্মদ নিজাম উদদীন,
Leave a Reply