মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
বাঁশের টুকরির তলায় লুকিয়ে ইয়াবা পাচারকালে তিন হাজার পিস ইয়াবাসহ মো. মঈনুদ্দিন ওরফে মনির (২৭) নামে এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
বুধবার (২২ জুন) ভোররাত সোয়া ৩টায় চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) খালেকুজ্জামান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে চট্টগ্রামগামী মিয়ামি এয়ারকন নামে যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ মঈনুদ্দীন ওরফে মনির কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পিওরি এলাকার মো. তাজুল ইসলামের ছেলে।
ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, "আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"