আজ ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালী সড়কে এস. আলম সার্ভিস ভাড়া কমালো ১০ টাকা


মোঃসরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী 

বাঁশখালীর তৈলারদ্বীপ সেতুতে স্থায়ীভাবে টোল বন্ধের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বাঁশখালী সড়কে যাত্রী প্রতি ১০ টাকা হারে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে এস আলম সার্ভিস। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এস আলম বাস সার্ভিস কর্তৃপক্ষের এক বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। ভাড়া কমানোর বিষয়ে যাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়েছে বাস মালিক কর্তৃপক্ষ। এর ফলে যাত্রীদের কিছুটা হলেও সাশ্রয় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এস আলম বাস সার্ভিসের বাঁশখালী সড়কের ইনচার্জ মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, “বাঁশখালী সড়কে এস আলম বাস সার্ভিস প্রতিটি স্টেশনে ১০ টাকা হারে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তৈলারদ্বীপ সেতুতে স্থায়ীভাবে টোল বন্ধের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

এস আলম বাস সার্ভিস জানায়, এখন থেকে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীর জলদী-গুণাগরী পর্যন্ত এবং জলদী-গুণাগরী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত ভাড়া ১৪০ টাকার পরিবর্তে ১৩০ টাকা, চাম্বল পর্যন্ত ১৫০ টাকার পরিবর্তে ১৪০ টাকা এবং প্রেমবাজার পর্যন্ত ১৭০ টাকার পরিবর্তে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্টেশনে উভয় দিক থেকে এই ভাড়া কমানোর বিষয়টি কার্যকর হবে।

স্থায়ীভাবে টোল বন্ধের বিষয়ে আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রনেতা নিজাম উদ্দিন বলেন, “তৈলারদ্বীপ সেতুর স্থায়ীভাবে টোল বন্ধের দাবী উত্থাপনের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে ভাড়া কমানোর বিষয়টিও আলোচিত হয়। টোল বন্ধের পাশাপাশি আমরা ভাড়া কমানোর বিষয়ে বাস মালিকদের সাথে যোগাযোগ ও বৈঠক করি। রবিবার সন্ধ্যায় এস আলম বাস সার্ভিস কর্তৃপক্ষের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয় এবং ভাড়া কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর