আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালী শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম মারা গেছেন

বাঁশখালী শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম মারা গেছেন


 

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা মজলিসে শুরার সদস্য, শেখেরখীল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোরশেদুল আলম ফারুকী(৫৮) ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)।
১০ ডিসেম্বর মঙ্গলবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৩ টার সময় সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মাওলানা মোরশেদুল আলম ফারুখী ইন্তেকাল করেছেন বলে নিশ্চিত করেছেন তাঁর পারিবারিক সূত্র।
মাও মোরশেদুল আলম ফারুকী শেখেরখীল ইউনিয়নের উত্তর শেখেরখীল মৌলভী পাড়া ১ নম্বর ওয়ার্ডের মাষ্টার মরহুম জিয়াউর রহমানের পুত্র। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষকের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মঙ্গলবার আছরের নামাযের পর (বিকাল সাড়ে ৪টায়) উত্তর শেখেরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে তাঁর মৃত্যুতে তাৎক্ষনিকভাবে শোক ও সমবেদনা জ্ঞাপন করে শোকবানী দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিন জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাও জহিরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাও বদরুল হক, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোহাঃ ইসমাইল, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী প্রেসক্লাব নেতৃবৃন্দ, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।

আরো পড়ুন

মোঃসরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী প্রতিনিধিঃ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর