আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক গফুর আটক


এনামুল হক রাশেদী, বাঁশখালী

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। রবিবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২ টার সময় বাঁশখালী পৌর সভার মিয়ারবাজার থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম অধ্যাপক গফুরকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাতেই।

ওসি সাইফুল বলেন, রবিবার রাতে স্থানীয় লোকজন হেলমেট পড়া অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর মিয়ারবাজারে অবস্থান করছেন মর্মে স্থানীয় জনগনের কাছ থেকে ইনফর্মেশন পাওয়ার সাথে সাথে বাঁশখালী থানা পুলিশের একটি টিম দ্রুত মিয়াবাজার ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল গফুরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলার মধ্যেই ২০২২ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ এলাকার সামারা কনভেনশন সেন্টারে প্রায় সমঝোতার ভিত্তিতে ত্রি-বার্ষিক সম্মেলনে অধ্যাপক আব্দুল গফুরকে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।

১৭ অক্টোবর বৃহস্পতিবার বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র তোফাইল বিন হোছাইনের দুই সহযোগী শাহনুর মোহাম্মদ ইলিয়াস ও মিনারুল ইসলামকে গ্রেফতার করেছিল থানা পুলিশ। অধ্যাপক আবদুল গফুরের গ্রেফতারের খবরে উপজেলা আওয়ামী শিবিরে নতুন করে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়েছে। বিশ্বস্থ সূত্রে জানা গেছে, বাঁশখালী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের যেসব নেতা কর্মিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সক্রিয়ভাবে মাঠে ছিল তাদের অনেকে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে থাকলেও চিহ্নিত অনেক সন্ত্রাসী মামলার আসামী এখনো স্ব স্ব এলাকায় অবস্থান করছে। তাদেরকে গ্রেফতারে সাধারন জনতার দাবীও ক্রমান্বয়ে জোরালো হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর