মোঃ সরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী প্রতিনিধিঃ
বাঁশখালী থানা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে গত কাল ৩টা ৩০ ঘঠিকায় সময় বিদেশী মাদকের এক বড় চালান জব্ধ করতে সক্ষম হয়। ২০ নভেম্বর বুধবার উপজেলার শীলকূপ ইউপিস্থ ৩নং ওয়ার্ডের মনকিরচর এলাকার গুন্নাগো বাড়ীর উত্তর পার্শ্বে রাস্তার উপর থেকে বাঁশখালী থানা পুলিশের চৌকষ একটি টিম অভিযান পরিচালনা করে বিদেশী মদ ও বিয়ারের বড় এ চালান আটক করে। এসময় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী গ্রামের জামাল আহামদের ছেলে শোয়েব হোসেন(৩০), ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার দাগনভুঁইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আমিন উল্লাহর ছেলে হেমায়েত উল্যা, গাইবান্দা জেলার গাইবান্দা সদরের জয়নাল আবেদীনর ছেলে মোঃ সাইফুল ইসলাম(২৭) কে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জব্দকৃত মাদকের মধ্যে ২৪(চব্বিশ)টি কালো কাঁচের বিদেশী মদের বোতল, ৮৭ (সাতাশি)টি নীল রংয়ের সিরামিক কাঁচের বিদেশী মদের বোতল, ০৯(নয়)টি বড় লাল রংয়ের সিরামিক কাচের বিদেশী মদের বোতল, ০৩(তিন) টি ছোট লাল রংয়ের সিরামিক কাঁচের বিদেশী মদের বোতল,০২(দুই)টি লাল ও সোনালী রংয়ের সিরামিক কাঁচের বিদেশী মদের বোতল, ৪০০(চারশত)টি সিলভার ও নীল রংয়ের টিনের বিয়ার ক্যান, ১১৯(একশত উন্নিশ)টি সবুজ রংয়ের টিনের বিয়ার ক্যান এবং ০১টি কালো রংয়ের মাইক্রোবাস। আসামীগন অবৈধপথে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসএস পাওয়ার প্লান্টের কয়লা জেটি ঘাটে এনে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম বলেন, এসপি স্যার রায়হান উদ্দিন খাঁন ও তদন্ত ওসি শুদাংশু শেখর হাওলাদার সহ একদল সংঙ্গীয় ফোর্স নিয়ে একটি সফল অভিযান করি, এটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।