বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের মানিক পাঠান গ্রামে বিদ্যুৎস্পষ্ট হয়ে আবুল কালাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি কাথরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মানিক পাঠান গ্রামের নওশা মিয়ার পুত্র। পরিবার ও বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, বাড়ির পাশে ধানের জমিতে সেলু মেশিনের পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয় আবুল কালাম।
ছেলে মিনার উদ্দিন ও খালাত ভাই আনিছ জানান, বোরো ধানের জমিতে পানি সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ চালিত পাম্প মেশিন চালু করতে বৃহস্পতিবার (২৭শে জানুয়ারি) বেলা দেড়টার দিকে বিদ্যুৎস্পষ্ট হলে তাকে ২টার সময় বাঁশখালী হাসপাতালে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক সাবরিনা মিলি তার মৃত্যু নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো: কামাল উদ্দিন বলেন, হাসপাতাল থেকে এক ব্যাক্তি বিদ্যুৎস্পষ্টে মারা গেছে বলে জানানো হয়েছে। পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply