আজ ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে বাসের চাকায় পিষ্ঠ হয়ে এক তরুনী নিহত


মোঃ সরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) >>> চট্টগ্রাম জেলার উপকূলীয় উপজেলা বাঁশখালীর প্রধান সড়কে সিএনজি’র ঘুমন্ত যাত্রী রাস্তায় ঢলে পড়লে বিপরীত দিক থেকে আসা ধাক্কায় রাস্তায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই এক কিশোরী নিহত হয়েছে। নিহত কিশোরীর নাম মনিকা আক্তার(১৩), নিহত মনিকা আক্তার কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ধলঘাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর মোহাম্মদ নাছির উদ্দীনের মেয়ে।১৮ ফেব্রুয়ারী’২৫ ইং মঙ্গলবার সকাল ০৮ টায় উপজেলার প্রধান সড়কের চেচুরিয়া এলাকায় পেকুয়- মহেশখালী মুখী সিএনজি থেকে পড়ে মনিকা আক্তার(১৩) নামে এই কিশোরীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সিএনজি’টি চট্টগ্রাম থেকে মহেশখালী যাচ্ছিল। মেয়েটি গাড়ীতে ঘুমন্ত অবস্থায় গাড়ী থেকে রাস্তায় ঢলে পড়লে বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী বাসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। এতে সিএনজি যাত্রীদের আর কেউ হতাহত হয়নি এবং কোন গাড়ীরও ক্ষতি হয়নি। এ সংবাদ লেখা পর্যন্ত লাশটি বাঁশখালী থানার সামনে সিএনজি’তে পড়ে থাকতে দেখা যায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে সিএনজি যোগে মহেশখালী যাওয়ার পথে বৈলছড়ি হাবিবের দোকান এলাকায় হঠাৎ সিএনজি থেকে ওই তরুণী মনিকা আক্তার সড়কে ছিটকে পড়ে। সে সময় বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চলন্ত সিএনজিতে ঘুমন্ত অবস্থায় গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় ওই তরুণী। বিপরীত দিক থেকে আসা বাসের সাথে ধাক্কা লেগেই তাৎক্ষণিকভাবে জায়গায় তার মৃত্যু হয়। কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই অভিভাবকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর