মোঃ সরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার দক্ষিণ পুঁইছড়ি এলাকায় পুকুরের মাছ লুট, বাড়ীর ঘেরাবেড়া ভাংচুর করে তারের জাল নিয়ে যাওয়া, মিথ্যা তথ্য দিয়ে জায়গা লিজ নেওয়া, হামলা ও হুমকি ধমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রোববার (২৪ নভেম্বর) উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি এলাকায় ভুক্তভোগীরা এ মানববন্ধন করেন।
ভুক্তভোগী মোঃ বেলাল উদ্দিন, মৌঃ ওমর ফারুক, ফজলুল করিম, সাইফুল করিম, মনিরুল ইসলাম, দিদারুল ইসলাম, মোঃ জিহাদ, আব্দুল আউয়াল, ত্বকী উদ্দিনসহ মানববন্ধনকারীরা বলেন, সরওয়ার, নজরুল, খাদেমুল, বোরহান, রায়হান, জয়নাল ও এনামসহ বেশ কিছু বহিরাগত দুস্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগী মোঃ বেলাল উদ্দিনের পুকুর থেকে মাছ লুট ও বাড়ির ঘিরা-বেড়ার খুঁটি ভাংচুর করে তারের জাল লুটে নিয়ে অন্যত্র বিক্রি করে দেয়া, খতিয়ানভুক্ত ও দখলীয় বসতভিটা ও পুকুর সংলগ্ন খাস জায়গা যুগ যুগ ধরে ভুক্তভোগীদের শিরোপাতি হিসেবে ভোগদখলে থাকলেও উক্ত খাস জায়গা প্রতিপক্ষের লোকজনের দখলে আছে মর্মে মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে লীজ নিয়ে জবরদখল চেষ্টাকারী
ও হুমকিদাতা সরওয়ার, খাদেমুল, নজরুল বোরহান গংদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোরদাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
Leave a Reply