মোঃসরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী প্রতিনিধি :
বাঁশখালীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ রাকিব নামে তিনজনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন ও পুলিশের কর্মকর্তারা সাথে ছিলেন।
বাঁশখালী উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকাল ২ টা পযর্ন্ত পরিচালিত ওই অভিযানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে সাঙ্গু নদী থেকে বালি উত্তোলনের দায়ে তিন জনকে হাতেনাতে ধরে প্রত্যেক জনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। দন্ড প্রাপ্তরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৫৫), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আবু তাহের মুন্সির ছেলে মোহাম্মদ জসিম (৪৫) ও একই জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রাকিব (২১)।
তাদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে বালু ভর্তি ড্রেজারটিও বোটসহ জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার জানান, জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বাঁশখালী উপজেলা প্রতিনিধি।