বহদ্দারহাটে ২ হাজার ৯০০ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া ইউনিয়নের পোয়া হালুর ঘরের মো. ইউনুসের ছেলে মো. ফয়সাল (২০) এবং টেকনাফের গোদারবিল ইউনিয়নের নাজির পাড়ার দীন মোহাম্মদ কালুর ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের (বন্দর) অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটে অভিযান পরিচালনা করে ২ হাজার ৯০০ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার ২ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply