বাংলা নববর্ষ ১৪২৯ ১লা বৈশাখ উদযাপন বাংলা নববর্ষ উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয়। ১লা বৈশাখ ও ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা—তুজ—জোহরা’র সভাপতিত্বে ও সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি’র নেতৃত্বে এক বিশাল র্যালী সাতকানিয়া উপজেলা ও পৌরসভা সদর প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি রাজিব কান্তি রুদ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান, উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদ, মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রিজুয়ান উদ্দিন, উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার হোসেন, সমবায় অফিসার দিদারুল আলম, পৌর মানবাধীকার কমিশনের সহ—সভাপতি মামুনুল হক, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
Leave a Reply