আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ৩১ বার তোপধ্বনি, শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পরে সাতকানিয়া হাই স্কুলের মাঠে সকাল সাড়ে ৮ টায় প্যারেড এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং সভাপতির বক্তব্য রাখেন।এসময় সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম,সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারিস্তা করিম,সহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষক এবং নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষ্যে এর আগে সকাল ৬ টায় সাতকানিয়া উপজেলা প্রশাসন,সরকারি বিভিন্ন দপ্তর, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
Leave a Reply