আজ ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ, বান্দরবান সেক্টর কর্তৃক শীতবস্ত্র বিতরণ।


দীপঙ্কর মল্লিক,বান্দরবান >>> বান্দরবান পার্বত্য জেলার বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে সেক্টর সদর দপ্তর, বান্দরবান নিরলসভাবে দায়িত্ব পালন করছে। বান্দরবান সেক্টর অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সময়ে মানবিক জনসেবামূলক কাজের অংশ হিসেবে নগদ আর্থিক সহযোগিতাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণের পাশাপাশি বিভিন্ন সেবা ও মানবকল্যানমুলক কাজ করে থাকে।১৪ই জানুয়ারি ২০২৫ তারিখ (মঙ্গলবার) সেক্টর সদর দপ্তর, বান্দরবান এর সার্বিক ব্যবস্থাপনায় বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, ক্রাইক্ষ্যংপাড়া সংলগ্ন এলাকায় স্থানীয় অসহায় ও দুঃস্থদের মাঝে সর্বমোট ১৫০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বান্দরবান সেক্টরের সম্মানিত সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি এবং অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর খন্দকার মোর্শেদ জামানসহ অন্যান্য পদবীর বিজিবি অফিসার, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর