আজ ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরমা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলার পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বরমা ডিগ্রি কলেজে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ক্রীড়ানুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল।

ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত কার্যক্রম তত্বাবধান করেন ক্রীড়া প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক খালেদুর রহমান ও শরীরচর্চা শিক্ষক কাজী মাহমুদুর রহমান। সঞ্চালনা করেন প্রভাষক আবুল মনসুর। এতে মো. আবু তাহের, মো. জসিম উদ্দিন, আনিসুল মালেক, মুবিননর রহমান চৌধুরী, মুজিবুল হক, মোহাম্মদ আলীসহ কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এতে ১৫টি ইভেন্টে অর্ধশত পুরষ্কার প্রদান করা হয়। বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া একই সূত্রে গাঁথা। বাংলাদেশকে নিরক্ষরতা ও দারিদ্রতামুক্ত শিক্ষিত, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হলে পাঠ ও সহপাঠক্রমিকের নিয়মিত অনুশীলন করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর