চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে বরমা ইউনিয়নে পূর্ব চর বরমা বালু মহল নিয়ে বিরোধের জের ধরে বরমা ইউনিয়নের বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ মোজাম্মেলসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বরমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব চর বরমায় বরমা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক সেলিম উদ্দিনের সভাপতিত্বে বরমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন তালুকদারের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামশু উদ্দিন মেম্বার, প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক
শহিদুল রহমান খাঁন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা নুর খান, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, জাহিদুল ইসলাম, ওমর ফারুক, মোঃ রুবেল,মোঃ ছাদেক, সাদ্দাম হোসেন সুমন, শামসুল ইসলাম, মোঃ ইলিয়াস, মোঃ শাকিল, বাহাদুর, আলমগীর, বাবুল, মোঃ নাজিম, মোঃ মুজিদ, যুবদল নেতা সুমন, তানিম, জয়নাল প্রমুখ।
উল্লেখ্য, গত ১০/০৩/২০২৫ ইং তারিখে ঠিকাদার নুরুল আমিন চন্দনাইশ থানায় ১৭ জনকে আসামী করে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত ১৭ জনের মধ্যে বরমা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক ডাক্তার মোজাম্মেল হককে পুলিশ গ্রেফতার করেন এবং বুধবার চট্টগ্রাম আদালতে চালান দেওয়া হয়।