আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরমায় বিজয় দিবস উপলক্ষ্যে জামায়াতের প্রীতি সমাবেশ


চন্দনাইশ প্রতিনিধি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী- চন্দনাইশের বরমা ইউনিয়ন শাখার উদ্যোগে এক সাধারণ সভা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বরমা ইউনিয়ন জামায়াতের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর মাওলানা আনোয়ারুল আলম চৌধুরী।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, উপজেলার সাবেক আমীর মাওলানা আইয়ুব আলী, বর্তমান উপজেলা আমীর মাওলানা কুতুবউদ্দিন, সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ,নমহানগর শুরা ও কর্ম পরিষদ সদস্য সাইয়েদ আল মামুন, অধ্যাপক আমিরুল ইসলাম, এডভোকেট আনিসুল ইসলাম, শওকতুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জিয়া উদ্দীন, মো. কায়ছারুল হক, সৈয়দ তারেকুল ইসলাম, সৈয়দ লোকমান হোসাইন, অধ্যাপক জামাল উদ্দিন, আতহার হোছাইন, মোঃ দিদারুল আলম, সংগীত শিল্পী শামীম, আবু রাসেল, মাস্টার মফিজ, সৈয়দ মুমিনুল ইসলাম, ছৈয়দ মহিউল ইসলাম, এনামুল হক, মোঃ ইদ্রিস, মো. সদরুল, মো. আবদুল কদিম, মো. আবুল বশর, আরিফুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

এতে প্রধান অতিথি বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামকে বিগত ১৬বছর মহান বিজয় দিবস পালন করতে দেয়নি ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এখনো জাতির কাছে স্পষ্ট করে তুলে ধরা হয়নি। বিগত সরকার মুক্তিযুদ্ধকে পূঁজি করে দেশটাকে লুটেপুটে খেয়েছে।
পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে পৃথক অন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর