আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরই খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ, গ্রেফতার ২


এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৩ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাল (২৫) ও বিজন বাহাদুর (২২) নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় শিশুটির মামা দেবাশীষ বাদি হয়ে সোমবার (২৪ জানুয়ারি) বিকালে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর আগের দিন (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বেতাগী ইউনিয়নের উত্তর বেতাগীতে এ ঘটনাকে ঘটে।

গ্রেফতারকৃত গোবিন্দ পাল রাঙ্গুনিয়া থানার বেতাগী ইউনিয়নের উত্তর বেতাগী পাল পাড়ার বিমল পালের ছেলে ও বিজন বাহাদুর একই এলাকার মৃত স্বপন বাহাদুরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তের বছরের শিশুটি তার নানির সাথে পাহাড়ের দিকে যাওয়ার পথে পেছনে পড়ে গেলে গ্রেফতার দুই আসামি তাকে বরই দেওয়ার লোভ দেখিয়ে স্থানীয় জাহেদুল ইসলামের খামারের দেয়ালের অপর পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কিছুক্ষণ পর শিশুটির মামা দেবাশীষের উপস্থিতি টের পেয়ে দুই আসামি পালিয়ে যায়।

ঘটনার তদন্তকারী অফিসার রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) রবি চরন চৌহান চাটগাঁর সংবাদকে বলেন, ‘থানায় মামলা রুজু হওয়ার পর ঘটনা তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হলে সন্ধায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।’

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব মিল্কি চাটগাঁর সংবাদকে বলেন, ‘গতকাল বিকাল চারটার দিকে শিশুটির মামা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করে। এতে মামলার দায়িত্ব উপ পরিদর্শক (এসআই) রবি চরন চৌহানকে দেওয়া হলে সন্ধ্যার সময় বেতাগীতে অভিযান চালয়ে এজাহার ভুক্ত দুই আসামি গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর