চাটগাঁর সংবাদ ডেস্ক: বন্দরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম এলাকার কাস্টমস অকশন শেড পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় তিনি অকশন শেডে আসেন।
এ সময় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ) এনসিটি বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের মানববন্ধন করে।
অকশন শেডের পর উপদেষ্টা বন্দর কার শেড পরিদর্শন করেন।
এ সময় উপদেষ্টা বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের নিলাম প্রক্রিয়া দ্রুত করার নির্দেশনা দেন। এরপর উপদেষ্টা বন্দরের জেটি, টার্মিনাল পরিদর্শন করেন।