মোঃইনামুল হক, রংপুর জেলা প্রতিনিধিঃ
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।” এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির লংগদুতে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে। শুক্রবার ১ নভেম্বর ২০২৪ বদরগঞ্জ উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর নির্দেশনা অনুসারে উপজেলা উন্নয়ন অফিস এর আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃআমিনুল ইসলামের সভাপতিত্বেও উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মলিহা খানম । আলোচনা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ করা হয়।
এসময়ে প্রধান অতিথি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজকে এ সামনে এগিয়ে আসতে হবে। এজন্য দরকার প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা অর্জনের মাধ্যমে গড়ে তুলতে হবে। তিনি ঋণের চেক নিয়ে বসে না থেকে কাজ করতে পরামর্শ দেন।