মোঃইনামুল হক, রংপুর প্রতিনিধি
৪ নভেম্বর (সোমবার) রংপুরের(বদরগঞ্জ) উপজেলায় যমুনেশ্বরী নদী থেকে অবৈধ্য ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ১২কুতুবপুর ইউনিয়নের অরুন্নেসা গ্রামের নদীর ঘাট থেকে মো.জাহিদ ইসলাম (৪৮),মো.মিঠু (৩৫),মোঃ রুমন(১৯), মো সাহাবুল ইসলাম (৫৫) নামে ৪ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের জেল। সোমবার ৪ নভেম্বর বিকেল তিনটায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানম এই অভিযান পরিচালনা করেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানম তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, উপজেলার ১২নং কুতুবপুর ইউনিয়নের অরুন্নেসা গ্রামের পাশে যমুনেশ্বরী নদীর ঘাটে বালু খেকো মো.জাহিদুল ইসলাম (৪৮), মো. মিঠু (৩৫), মোঃ রুমন (১৯), মো সাহাবুল ইসলাম (৫৫) ট্রাক্টর গাড়ি লাগিয়ে,সেখানে অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ১মাসের কারাদণ্ডা দেন।
Leave a Reply