আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ায় পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ আসামীর পলায়ন


রবিউল ইসলাম, বগুড়া

বগুড়ায় পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ আসামী পালানোর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে বগুড়া জেলার শিবগঞ্জ থানায়। ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার সময় শিবগঞ্জ থানাধীন মোকামতলার জাবারীপুর বাজারে এই ঘটনা ঘটে।

হ্যান্ডকাফসহ পালানো আসামী হলেন ফারুক হোসেন। ফারুক শিবগঞ্জ থানাধীন জাবারীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। ফারুক হোসেন মোকামতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ছিলেন। ফারুক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা ও মামলার আসামি।

এলাকাবাসী সূত্রে জানা যায় পুলিশ ফারুক হোসেনকে গ্রেফতারের সময় ওই এলাকার স্থানীয় বিএনপি নেতা ফারুক নিজে পুলিশের হাত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি ফারুক হোসেনকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় ছিনিয়ে নিয়েছেন। আরও জানা যায় ছিনিয়ে নেবার কিছুক্ষণ পড়েই স্থানীয় ওই বিএনপি নেতা ফারুক হ্যান্ডকাফ পুলিশের কাছে ফিরিয়ে দেয়।

গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারের সময় সেখানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার এ এস আই তাহের ও তার সঙ্গীও ফোর্সসহ ফারুক হোসেনকে গ্রেফতার করতে জান তারা।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে আমার থানা ও ফাঁড়ির ফোর্স ফারুক হোসেনকে গ্রেফতার করতে যান। তখন কিছু লোকজন আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ছিনতাই হওয়া আসামীকে গ্রেফতার করতে সক্ষম হবো। বিএনপি নেতা ফারুকের কাছে থেকে হ্যান্ডকাফ উদ্ধার বিষয়ে জানতে চাইলে কোনই উত্তর দিতে পারেননি শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ হান্নান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর