আজ ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফৌজদারহাট ডিসি পার্কে লরী চালক-হেলপারদের ব্যাপক তান্ডব, তছনছ সাজানো গোছানো পার্ক


সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ ডিসি পার্কে চলা মাসব্যাপী ফুল উৎসবে ব্যাপক ভাংচুর করেছে ফৌজদারহাট-বন্দর রোডে চলাচলকারী লরী, ট্রাক চালক-হেলপাররা। মঙ্গলবার রাত আটটার সময় এ ঘটনা ঘটে। বন্দর রোডে চলাচলকারী লরী পার্কিং নিয়ে দুই চালকের মধ্যে তর্কবির্তকের জেরে হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় চালকদের সাথে ডিসি পার্কের আনসার সদস্যদের মধ্যে তর্কাতর্কীর ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। চালক- হেলপাররা অভিযোগ করেন, আনসার সদস্যরা তাদের কয়েকজন চালক ও হেলপারকে ধরে নিয়ে মারধর করে আটকিয়ে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে শত শত পরিবহন চালক-হেলপাররা পার্কে ব্যাপক তান্ডব চালায়। এসময় তারা গেট ভেঙে পার্কের ভিতরে প্রবেশ করে সাজানো গোছানো ফুল উৎসব ভেঙে তছনছ করে ফেলে। পার্কের ভিতরে বিভিন্ন রেস্টুরেন্টেও ব্যাপক ভাংচুর চালিয়ে সমস্ত কিছু ধ্বংস করে ফেলে।

পার্কের টিকেট কাউন্টার ভেঙে টিকেট বিক্রির লাখ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ফুল উৎসবে আসা দর্শনার্থীর আতঙ্কে দ্বিকবেদিক ছুটাছুটি করতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম বলেন, ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক, লরীর ড্রাইভার ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সহিংসতায় রুপ নেয়। সহিংসতা প্বার্শবর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিসি পার্কে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা।’ তারা ব্যাপক ক্ষতিসাধন করে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এডিসি (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, ‘গাড়িচালক ও তাদের লোকজন ডিসি পার্কে হামলা চালিয়ে প্রচুর ক্ষতি করেছে। এখন সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর