আজ ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিল্ম স্টাইলে প্রেমিকাকে তুলে নেওয়ার সময় কথিত খলনায়ক আটক


রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি >>> চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রেমিককে মেরে তার সাথে থাকা প্রেমিকাকে তুলে নেওয়ার সময় কথিত খলনায়কে আটক করে পুলিশে দিয়েছে জনতা।শনিবার (১৫মার্চ) সন্ধ্যায় উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।আটক মো. রফিক একই উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের আন্ন সিকদার পাড়া হাজী তাজুল মল্লিকের ছেলে।রফিকের বিরুদ্ধে ভুক্তভোগী মনিকা আকতার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ।ভুক্তভোগী প্রেমিক যুগল হলো- মো. আবিদ ও প্রেমিকা মনিকা আক্তার। মনিকার বাড়ি ঢাকা ও আবিদের বাড়ি বোয়ালখালী উপজেলায়। ফেসবুকে প্রেমের সম্পর্কে তারা ১৫দিন আগে পালিয়ে এসে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করে।খোঁজ নিয়ে জানা যায়, আটক মো. রফিকের সাথে আবিদের আগে থেকে বন্ধুত্বের সম্পর্ক ছিল। সে সুবাদে আবিদ ও তার প্রেমিকাকে রফিক তার নিজ গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে আসবে বলে লালানগর পাহাড়স্থ চাঁদ নগর নিয়ে আসেন। এ সময় রফিক ও তার সাথে থাকা ৪-৫ জন সহযোগী আবিদকে মেরে তার মোবাইল মানিব্যাগ কেড়ে নিয়ে তাকে হত্যার ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে মনিকাকে টেনে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার সময় মনিকার চিৎকার শুয়ে স্থানীয় এসে রফিককে ঘটনাস্থল থেকে আটক করেন।এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানান, এ ঘটনায় মনিকা আক্তার ও মো. রফিক নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। মনিকা বাদী হয়ে রফিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলার পর আসামিকে হাজতে পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর