অনলাইন ডেস্ক: ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতীয় সরকারের দেওয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের সহকারি হাই কমিশনার ড. রাজীব রঞ্জন স্থানীয় সংসদ সদস্য নজিবুল বাশার মাইজভাণ্ডারীর হাতে গাড়ির চাবি তুলে দেন।
নতুন এ অ্যাম্বুলেন্সটিতে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের ঘোষণা দেন। এরই অংশ হিসেবে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে। এছাড়া করোনা কালীন পিপিই, কিট, চিকিৎসা সরঞ্জাম, টেস্টিং কিট, ভ্যাকসিন সরবরাহ এবং সক্ষমতা বৃদ্ধি সহায়তা করেছে ভারত।
Leave a Reply