আজ ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়ি উপজেলায় চার দিন ব্যাপী স্কাউটস সমাবেশ শুরু


এইচ.এম.সাইফুদ্দীন >>> বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ স্লোগানে বাংলাদেশ স্কাউটস্ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্দ্যোগে ২৩ ফ্রেরুয়ারী হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চার দিন ব্যাপী স্কাউটস্ সমাবেশ উদ্বোধন।এতে বাংলাদেশ স্কাউটস্ ফটিকছড়ি উপজেলা শাখার কমিশনার ও হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান মোঃ কামরুল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী,ফটিকছড়ি উপজেলা শিক্ষা অফিসার মোঃ সেলিম রেজা।সভাপতির বক্তব্যে মোঃ কামরুল হায়দার বলেন, ১৯০৭ সালের ১ আগস্ট ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে ২০ জন বালককে নিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলক ক্যাম্পের মাধ্যমে বিশ্বব্যাপী স্কাউটস আন্দোলনের যাত্রা শুরু হয়। শিশু, কিশোর-কিশোরী, যুবক, তরুণ-তরুণীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় স্কাউটিংয়ের অবদান সারা বিশ্বে স্বীকৃত।এবারের সমাবেশে ৪৩ টি স্কুল স্কাউট দল অংশগ্রহণ করছে। এখানে মোট ৩৫০জন স্কাউট সদস্য, ৪৩ জন টিম লিডার, উপজেলা স্কাউটসের কর্মকর্তা রয়েছেন। চার দিনব্যাপী ক্যাম্পে সবার সার্বক্ষণিক থাকা-খাওয়া, স্যানিটেশনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর